শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

জুলাই সনদ ঘোষণার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক।।

জুলাই সনদ ঘোষণার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৩ জুলাই) নগরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল  মহানগরের উদ্যোগে  এ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান বলেন, জুলাই সনদ ঘোষণার দাবি মেনে নেওয়া  জরুরি। আমরা চাই সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন”।

তিনি বলেন, যারা জুলাই সনদ প্রদানের  কার্যক্রমে বাধা দিচ্ছেন,তারা জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করছেন । জুলাই আমাদের প্রেরণা।আমরা জুলাই সনদ প্রদানের দাবি আদায় না হওয়া পর্যন্ত সোচ্চার থাকবো মাঠে ময়দানে, ইনশাআল্লাহ । আমরা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণার দাবি জানাচ্ছি।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সুজন  এর সঞ্চালনায় জুলাই সনদ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুর রহমান,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিএম কলেজ সভাপতি জিয়াউর রহমান নাঈম।

আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সহ-সভাপতি মুহাম্মাদ সিরাজুল  ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ গাজী ত্বলহা হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ রিফাত লস্কর, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ মুমিনুল ইসলাম ইমন, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুহাম্মাদ ইমরান মীর,ক‌ওমী মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ আবুল বশার,স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ ওহিদুল ইসলাম শাওন,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ  নাঈমুল ইসলাম, কার্যনিবাহী সদস্য  মুহাম্মাদ জিহাদুল ইসলাম।

আরো পড়ুন

ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক রাজধানীর মতিঝিল থানা এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *