শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বাংলাদেশ বাণী’তে সংবাদ প্রকাশের পর বিএনপি সম্পাদক বহিস্কার।।

বিশেষ প্রতিবেদক।।

বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক বাংলাদেশ বাণী’তে সংবাদ প্রকাশের পর ভোলার তজুমদ্দিনের চাঁচড়া ইউনিয়ন বিএনপি সম্পাদক ইব্রাহীম হাওলাদারকে বহিস্কার করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।
৪ জুলাই শুক্রবার বিএনপি’র নয়াপল্টন কেন্দ্রীয়  কার্যালয় থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।  তিনি বলেন ভোলার তজুমদ্দিনের চাঁচড়ায় আমাদের ইউনিয়ন মহিলাদল সভাপতি মালেকা বেগমকে মারধর করার কারণে ওই ইউনিয়ন বিএনপি সেক্রেটারী ইব্রাহীম হাওলাদারকে বহিস্কার করা হলো। রিজভী এ ঘটনাকে অনৈতিক এবং  কাপুরুষোচিত কাজ বলে ভৎসনা করেন চাঁচড়া ইউনিয়ন বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদারকে।

উল্লেখ্য, গত ১জুন ভিজিএফ’র নাম চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঁচড়া ইউনিয়ন বিএনপি সম্পাদক ইব্রাহীম হাওলাদারের নির্দেশে এবং তার ক্যাডার বাহিনীরা মহিলাদেরকে নিয়ে  চাঁচড়া ইউনিয়নের মহিলাদল সভাপতি মালেকা বেগমকে  ইউনিয়ন পরিষদ ভবনের সামনে প্রকাশ্যে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন।

এ ঘটনায় ওইদিন বাংলাদেশ বাণী’তে “তজুমদ্দিনে ইউনিয়ন মহিলাদল সভাপতিকে নির্যাতন” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর নির্যাতিত মহিলা নেত্রীকে উল্টো মামলা দিয়ে এবং তার পরিবারকে ইব্রাহীম হাওলাদারের ক্যাডাররা ভয়-ভীতি দেখায় এবং এলাকা ছাড়া করে। সে ঘটনায় পুনরায় “তজুমদ্দিনে বিএনপি নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মহিলাদল নেত্রী”  শিরোনামে বাংলাদেশ বাণীতে ফলোআপ নিউজ প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশের পর নির্যাতিত মহিলাদল নেত্রী গত ৩জুলাই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে বিচার দাবী করেন বলে একটি বিশ্বস্ত সূত্র জানায়। পরবর্তীতে ৪ জুলাই শুক্রবার বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে বহিস্কারাদেশ ঘোষণা দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *