বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

এসএ পরিবহনে ৭কোটি টাকার অবৈধ মালামাল

নিজস্ব প্রতিবেদক।। 

ভোলায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৭কোটি ৮ লাখ টাকা মূল্যের ২০লাখ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল, ৮০কেজি অবৈধ পলিথিন, ৫হাজার ৮৮৯পিস আতশবাজি ও ১৯হাজার ৬০০শলাকা শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্টগার্ডের ভোলা বেইস।

শনিবার (৫জুলাই) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, গত শুক্রবার বিকেলে জেলা শহরের কালিনাথ রায়ের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টায় কোস্টগার্ডের ভোলা বেইস শহরের কালিনাথ রায়ের বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকায় ঢাকা থেকে ভোলাগামী এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ৭কোটি ৮লাখ ২হাজার ৩৬০টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাল সদর উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিতিতে বিনষ্ট করা হয়। এ ছাড়া নিষিদ্ধ পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তর, সিগারেট বরিশাল কাস্টমস ও ভোলা সদর থানায় আতশবাজি হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী-তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক শুল্ক ফাঁকি দিয়ে আসা চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো পড়ুন

কলাপাড়ার ধুলাসারে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক

মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসারে আলহাজ্ব জালালউদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি আবাসন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *