নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের চাঁদপুরা আহমাদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন গাজীর অসুস্থতার কথা শুনে ৫জুলাই শনিবার বরিশাল সদর উপজেলার সাহেবেরহাটে তার নিজ বাড়িতে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল। তিনি রোগীর খোজ খবর নেন এবং তার সুস্থতার জন্য দোয়া মোনাজাত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার আমীর মাওলানা শফিউল্লাহ তালুকদার, উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারী মাওলানা ইউসুফ আলী গাজী, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার আলী আশ্রাফ, বরিশাল মেট্রোপলিটন কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ মহাব্বাতুল্লাহ মাহেত, টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেন গাজী এবং সেক্রেটারী মাওলানা নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ, গত ১জুলাই রোজ মঙ্গলবার মাওলানা আলতাফ হোসেন গাজী অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয় এবং পরীক্ষা নিরীক্ষায় তিনি ডেঙ্গু জ্বরে আক্রন্ত সনাক্ত করা হয়। ডাক্তারের পরামর্শের ভিত্তিতে তিনি বর্তমানে নিজ বাসায় পারিবারিক নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।