নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল জেলা জামায়াতের আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন “ ইসলামী সমাজ বিনির্মাণ হলে সমাজে কোন বৈষম্য থাকবে না, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজ থাকতে পারবে না। তাই নির্যাতিত-নিপীড়িত, মজলুম ও বঞ্চিত মানুষের মুক্তির নিমিত্তে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের লক্ষ্যে আমাদের সর্বোচ্চ ত্যাগ, সাহসিকতা ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহর সাহায্য ও মানুষের ভালোবাসা পেলে বিজয় অবশ্যই আমাদের হবে ইনশাআল্লাহ।
তিনি শনিবার (৫ জুলাই) বিকাল ৩ টায় মেহেন্দিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ ।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বরিশাল-৪ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন ও জেলা প্রচার-মিডিয়া টিম সদস্য মুজাহিদুল ইসলাম ইউসুফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দীন, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইব্রাহীম খলিল, মেহেন্দিগঞ্জ পৌর আমীর মাওলানা আমানুল্লাহ বাকের, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ শফিকুল ইসলাম, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মনিরুজ্জামান আব্দুল্লাহ, মাওলানা এনায়েত হোসেন নাসিম প্রমুখ। এছাড়াও সভায় থানা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।