নিজস্ব প্রতিবেদক।।
১০ ই মহররম পবিত্র আশুরা উপলক্ষ্যে বরিশাল নগরীতে তাজিয়া মিছিল ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০ টায় নগরীর ভাটার খাল এলাকা থেকে এ উপলক্ষে মিছিল বের করে- বরিশাল বিভাগীয় পাক পাঞ্জাতন কল্যাণ সংস্থা।
মিছিলটি সদর রোড সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
তাজিয়া মিছিলে নেতৃত্ব দেন সংস্থার সভাপতি মো. বাদশা ফকির ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান।
সন্ধ্যায় ওয়াজ মাহফিল ও কাওয়ালীর আয়োজন করেছে বরিশাল বিভাগীয় পাক পাঞ্জাতন কল্যাণ সংস্থা
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।