বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বোরহানউদ্দিনে আট বছরের শিশু ধর্ষণ চেষ্টা আটক ১

রিয়াজ ফরাজি

ভোলার বোরহানউদ্দিনের হাসাননগর ইউনিয়নে ৮ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা অভিযোগে আব্দুল মালেক (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।গতকাল শনিবার (০৬ জুলাই ২০২৫) রাতে অভিযান চালিয়ে আব্দুল মালেক কে গ্রেপ্তার করা হয়।

আব্দুল মালেক বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের লামছিবাড়ি এলাকার মৃত জয়নাল আবেদিনের সন্তান।এর আগে ভুক্তভোগী শিশুকন্যার বাবা বাদী হয়ে আব্দুল মালেকের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় ধর্ষণের চেষ্টা অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে জানান, গত শনিবার ( ৫ জুলাই ২০২৫ ) দুপুর সাড়ে বারোটার দিকে শিশুটি বাড়ির পাশে খালপাড়ে জাল ভাসানোর কাজে ব্যবহৃত ফ্লুট টোকাইতে গেলে শিশুটিকে একা দেখতে পেয়ে স্থানীয় নজু মেম্বারের বাড়ির মসজিদের পাশে একটি মুদি দোকানের পিছনে নিয়ে গিয়ে আব্দুল মালেক শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, শিশুটির বাবা বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করলে আসামী আব্দুল মালেক কে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *