নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের হিজলা উপজেলায় পবিত্র ঈদ-উল-আযহা পরবর্তী সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন (বরিশাল-৪) হিজলা-মেহেন্দিগঞ্জে’ র সাবেক এমপি বরিশাল উত্তর জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ।
ঈদের পঞ্চম দিন বুধবার (১১জুন) সকল ১০টা থেকে ৬টা পর্যন্ত হিজলা উপজেলার গুয়াবাড়িয়া, বড়জালিয়া, হিজলা গৌরব্দী ইউনিয়নের হাট-বাজারে সব দোকানি ও বাজারে আসা সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন সাবেক এই সাংসদ।
ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে মেজবাহ উদ্দিন ফরহাদ, দোকানি, স্থানীয় লোকজন, স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দের খোঁজ খবর নেন। তিনি বলেন আমরা মানুষের পাশে থাকতে চাই, সর্বদা মানুষের কাছে থেকে সৎভাবে কাজ করতে চাই। হিজলা উপজেলার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাবেক সাংসদ বলেন, আপনারা আমার আপনজন। বিএনপিকে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই এবং সেটিই আমাদের দৃঢ় অঙ্গীকার। আপনারা জানেন আগামী জুলাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার মধ্যে একটি সাক্ষাৎ অনুষ্ঠিত হবে, সেখান থেকে একটি নির্বাচনী রোড ম্যাপের ঘোষণা আসতে পারে।
তিনি বলেন বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ গণতান্ত্রিক দল, আমরা দীর্ঘদিন এই গণতন্ত্রের জন্য স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, অনেক হামলা, মামলার স্বীকার হয়েছি, আমি এই সংসদীয় আসনে জনগণের প্রত্যক্ষ ভোটে এমপি ছিলাম। আগামী নির্বাচনে আমি দলের মনোনয়ন প্রত্যাশী, দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দিবে, আমরা সবাই দলের সিদ্ধান্ত মোতাবেক কাজ করবো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, জনগণ গত ১৬বছর ভোট দিতে পারেনি। ভোট ডাকাতরা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, এবার আমাদের অঙ্গীকার হলো, মানুষ স্বেচ্ছায় কেন্দ্রে গিয়ে ভোট দিবেন, জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হবে।
এ সময় হিজলা উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গাফফার তালুকদার, যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল জমাদার, বড়জালিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক স ম হুমায়ূন, সদস্য সচিব আলতাফ সরদার, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আসাদুজ্জামান খাঁন সজল, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ জহির রায়হান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক স ম ফারুক, কৃষক দলের ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন জমাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।