শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

রথযাত্রায় শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপি মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকত

বুলবুল আহমেদ।।

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব রথযাত্রায় শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকত।

রথযাত্রা উপলক্ষে তিনি সনাতনী সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “বাংলাদেশ বহুজাতি, বহু-ধর্ম ও সংস্কৃতির দেশ। সকল সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা আমাদের ঐতিহ্য। আমি সব সময়ই সম্প্রীতি ও সাম্প্রদায়িক সহমর্মিতার পক্ষে আছি।”তিনি তাদেরকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশের অভিভাবক জননেতা জনাব তারেক রহমানের পহ্ম থেকে শুভেচ্ছা জানান। তিনি আরো বলেন ধর্ম যার যার উৎসব তার তার।

গোলাম আজম সৈকতের উপস্থিতিতে আরে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মিজানুর রহমান আকন,কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ০৫ নং শোলজালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান ফুল, সেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি গোলাম কবির, মহিলা দল সভাপতি লীনা পারভীন , জিয়া মন্চ সভাপতি মো: বাদল হাওলাদার,মৎসজীবীদল নেতা রিপন মুন্সী,তরুন দলের সাধারণ সম্পাদক মঈন মুন্সী,ছাত্রদল কাঠালিয়া উপজেলার আহবায়ক কমিটির নেতা হেলাল জোমাদ্দার , কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক সিয়াম হোসেন , কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক খালেদ মাহমুদ অন্তর,সিনিয়র সহসভাপতি হাসিবুর রহমানসহ কলেজ কমিটির নেতৃবৃন্দ।স্থানীয় নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন এবং রথযাত্রার আয়োজনকে স্বাগত জানান। এ সময় তিনি এলাকা ভিত্তিক বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, “আমি যদি দায়িত্ব পালনের সুযোগ পাই, কাঠালিয়া-রাজাপুরের উন্নয়ন, শিক্ষা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য কাজ করে যাব। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা তার এ শুভেচ্ছা বিনিময়কে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং তাকে ধন্যবাদ জানান।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *