ভুইয়া কামাল, মুলাদী প্রতিনিধি।।
বরিশালের মুলাদী উপজেলা জামায়াতে ইসলামী উদ্যোগে রবিবার (৬ জুলাই) বিকাল ৩টায় উপজেলা কার্যালয়ে সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার ও সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন বিজয়ের লক্ষ্যে প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন বিজয়ের লক্ষ্যে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে।
তিনি আরো বলেন, প্রত্যেক মুমিনের জীবনোদ্দেশ্যই হচ্ছে দ্বীন। মুমিন জীবনের আর দ্বিতীয় কোন উদ্দেশ্য নেই। আল্লাহ রাব্বুল আলামীন বাতিলের ওপর দ্বীনে হক্বকে বিজয়ী করার দায়িত্ব দিয়ে দুনিয়াতে নবী- রাসূলগণকে প্রেরণ করেছিলেন। বিশ্বনবী (সা.) একই দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলেন। তাঁর সাহাবীগণও একই দায়িত্ব পালন করে গেছেন। সেই দায়িত্ব এখন আমাদের ওপর এসেছে। যুগে যুগে এই দায়িত্ব যারাই পালন করেছে তাদের সবার ওপরই জুলুম-নির্যাতন ছিল নিত্যসঙ্গী। তাই বাতিলের রক্তচক্ষুকে ভয় পেলে চলবে না বরং সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে সর্বোচ্চ আর্থিক কুরবানীর মাধ্যমে দ্বীন বিজয়ের জন্য সকলকে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে।
উপজেলা সেক্রেটারি মাওলানা মোর্শেদ আলমে-এর পরিচালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার -মিডিয়া টিম সদস্য মুজাহিদুল ইসলাম ইউসুফ, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মোতালেব ও মোঃ আবদুল্লাহ আহাদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন, মোঃ আলাউদ্দিন প্যাদা, মাওলানা আবুল ফজল, মুলাদী পৌর আমীর মোঃ হুমায়ুন কবির। এছাড়াও সম্মেলনে উপজেলার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ ও ইউনিয়ন সভাপতি-সেক্রেটারীসহ রুকনগণ উপস্থিত ছিলেন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।