নিজস্ব প্রতিবেদক।।
পটুয়াখালীর কুয়াকাটায় জামাল মাতব্বর নামে এক জেলের জালে ধরা পড়ল ২কেজির এক ইলিশ। মাছটি ৭হাজার সাতশ টাকায় বিক্রি করা হয়েছে।
রোববার (৬জুলাই) বিকেলে উপজেলার আশাখালী মাছ বাজারে এই মাছটি উন্মুক্ত ডাকের মাধ্যমে এক লাখ ৪০হাজার টাকা মণ ওঠে। পরে ২কেজি দুইশ গ্রাম ওজনের ইলিশটিকে ৭হাজার সাতশ টাকায় বিক্রি করেন জেলে জামাল মাঝি। মাছটি কিনে নেন বন্ধন ফিসের মালিক মো. জাহিদুল ইসলাম।
মাঝি জামাল মাতব্বর বলেন, গতকাল সমুদ্রে মাছ ধরতে নেমে আবহাওয়া খারাপ হওয়ায় তীরে চলে এসেছি। ইলিশ মাছ কম তবে একটি ইলিশ আমি ৭হাজার সাতশ টাকায় বিক্রি করেছি। যে কারণে কম মাছ পেলেও খুব ভালো লাগছে। এর চেয়েও বড় ইলিশ সমুদ্রে পাওয়া যায়। তবে এখন দাম অনেক হওয়ায় যা দাম এসেছে তাতে পুষিয়ে যায় আমাদের।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ৬০দিনের অবরোধ সঠিকভাবে পালন হওয়ায় সাগরে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তবে বৈরী আবহাওয়ায় জেলেরা ঠিকমতো মাছ ধরতে ব্যর্থ হচ্ছেন। আবহাওয়া ঠিক হলে মাছের পরিমাণও বৃদ্ধি পাবে আর দামও নাগালে চলে আসবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।