শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

১৬ বছর পরে বিএনপির দি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক।। 

দীর্ঘ ১৬বছর পরে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভা, ভান্ডারিয়া পৌরসভা ও কাউখালী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮জুলাই) সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মঠবাড়িয়া পৌরসভা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। মঠবাড়িয়া পৌর বিএনপির আহবায়ক কেএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।

প্রথম অধিবেশনে আলোচনাসভা শেষে দ্বিতীয় অধিবেশনে মঠবাড়িয়া পৌরসভা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন পিরোজপুর জেলার তিনটি ইউনিটে মঠবাড়িয়া পৌরসভা, ভান্ডারিয়া পৌরসভা ও কাউখালী উপজেলা-বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলার ১১টি ইউনিটের সম্মেলন শেষ হলে আমাদের পিরোজপুর জেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হবে।

এছাড়াও পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন উপজেলা চত্বরে সকাল দশটায় শুরু হয়ে পরবর্তীতে কাউন্সিল অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া পৌরসভা বিএনপির সম্মেলন সকাল দশটায় শুরু হয়ে পরবর্তীতে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *