আহমেদ বেলাল।।
বরিশালে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে স্বরচিত কবিতা পাঠ, আলোচনা সভা এবং সংগঠনের পরবর্তী কার্যক্রম গ্রহণ নিয়ে এক বিশেষ সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারি ২০২৬ খ্রিঃ সোমবার সন্ধ্যা ছয়টায়, বরিশাল সদর রোডস্থ টাউনহলের বিপরীতে অবস্থিত দৈনিক বাংলাদেশ বাণী’র কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক কবি শাহীন চৌধুরী। সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সভাপতি কবি মুস্তফা হাবীব।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জাসাস সভাপতি এস.এম. সাব্বির নেওয়াজ (সাগর)।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন কবি আহমেদ বেলাল, কবি সাইফুল্লাহ সাইফ, প্রবন্ধকার মাহমুদ ইউসুফ, কবি রাজিয়া সুলতানা তুলি, কবি জিল্লুর রহমান জিল্লু, কবি মৃন্ময় হাসান, কবি নুরুল আলম বখতিয়ার, কবি রাজু আহমেদ এবং বিশিষ্ট শিল্পী মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত কবিরা তাঁদের স্বরচিত কবিতা পাঠ করেন। কবিতা পাঠের পাশাপাশি শিল্পী মো. জাকির হোসেন ও আহমেদ বেলাল-এর সংগীত পরিবেশনায় সাহিত্য আড্ডা হয়ে ওঠে প্রাণবন্ত ও মুখরিত।
আলোচনা পর্বে বক্তারা জাতীয় কবিতা পরিষদের ভবিষ্যৎ কার্যক্রম, সাহিত্যচর্চা বিস্তারে সংগঠনের ভূমিকা এবং তরুণ কবিদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মাহবুব রহমান। সাহিত্যপ্রেমী কবি ও শিল্পীদের মিলনমেলায় পুরো আয়োজনটি বরিশালের সাহিত্যাঙ্গনে এক উষ্ণ ও সৃজনশীল পরিবেশের সৃষ্টি করে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।