নিজস্ব প্রতিবেদক।।
ভোলা বোরহানউদ্দিনের উপশহর কুঞ্জেরহাট বাজারের এমপিও ভুক্ত এবং প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিজ্ঞান শাখা থেকে ৫জন A+ ও ৯ জন A গ্রেড পেয়ে সর্বোচ্চ ফলাফল বিবেচনায় প্রথম স্থান অর্জন করেছে কুঞ্জেরহাট ইসলামী একাডেমি।
বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে ২০১২সালে প্রতিষ্ঠার পর থেকে পিএসসি, জেএসসি ও এসএসসিতে টানা শতভাগ পাসসহ ফলাফলের ভিত্তিতে প্রায় প্রতিবছরই উপজেলা পর্যায়ে ভালো ফলাফল করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২১জন অংশগ্রহণ করে ৫জন জিপিএ-৫ ও ৯ জন এ গ্রেড পেয়েছে এবং ১জন অকৃতকার্য হয়েছে।

প্রতিষ্ঠানটির শিক্ষা সচিব বলেন, যে অকৃতকার্য হয়েছে সে আমাদের ভালো ছাত্র ছিলো সে কোনো বিষয়ে রোল অথবা রেজি: ভুল করতে পারে, তার জন্য বোর্ড চ্যালেন্স করেছি আশা করি সে ও এ+ পেয়ে উর্ত্তীন হবে।
জানা গেছে ২০১২সালে প্রতিষ্ঠিত হওয়া এই প্রতিষ্ঠানটির সুনাম ও খ্যাতি জেলা ছাড়িয়ে বিভাগীয় পর্যায় পৌঁছেছে। প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের পরিমাণ এক হাজারেরও অধিক যা ভোলা জেলার সর্বাধিক শিক্ষার্থীর সুনামের শীর্ষে রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও: মো: আমানুল্লাহ বলেন, দক্ষ মেধাবী অভিজ্ঞ শিক্ষক ও অভিভাবকসহ শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও শৃঙ্খলাই এই সাফল্যের মূলমন্ত্র।
তিনি আরো বলেন, মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়েই আমি কুঞ্জেরহাটে ইসলামী একাডেমী প্রতিষ্ঠা করেছিলাম। নৈতিক ও আদর্শিক দিক থেকে ভালো মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার ক্ষেত্রেও কর্তৃপক্ষের সর্বাত্মক চেষ্টা রয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।