শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

এসএসসিতে উপজেলায় সেরা কুঞ্জেরহাট ইসলামী একাডেমি

নিজস্ব প্রতিবেদক।।

ভোলা বোরহানউদ্দিনের উপশহর কুঞ্জেরহাট বাজারের এমপিও ভুক্ত এবং প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিজ্ঞান শাখা থেকে ৫জন A+ ও ৯ জন A গ্রেড পেয়ে সর্বোচ্চ ফলাফল বিবেচনায় প্রথম স্থান অর্জন করেছে কুঞ্জেরহাট ইসলামী একাডেমি।

বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে ২০১২সালে প্রতিষ্ঠার পর থেকে পিএসসি, জেএসসি ও এসএসসিতে টানা শতভাগ পাসসহ ফলাফলের ভিত্তিতে প্রায় প্রতিবছরই উপজেলা পর্যায়ে ভালো ফলাফল করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২১জন অংশগ্রহণ করে ৫জন জিপিএ-৫ ও ৯ জন এ গ্রেড পেয়েছে এবং ১জন অকৃতকার্য হয়েছে।

 

প্রতিষ্ঠানটির শিক্ষা সচিব বলেন, যে অকৃতকার্য হয়েছে সে আমাদের ভালো ছাত্র ছিলো সে কোনো বিষয়ে রোল অথবা রেজি: ভুল করতে পারে, তার জন্য বোর্ড চ্যালেন্স করেছি আশা করি সে ও ‍এ+ পেয়ে উর্ত্তীন হবে।

জানা গেছে ২০১২সালে প্রতিষ্ঠিত হওয়া এই প্রতিষ্ঠানটির সুনাম ও খ্যাতি জেলা ছাড়িয়ে বিভাগীয় পর্যায় পৌঁছেছে। প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের পরিমাণ এক হাজারেরও অধিক যা ভোলা জেলার সর্বাধিক শিক্ষার্থীর সুনামের শীর্ষে রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও: মো: আমানুল্লাহ বলেন, দক্ষ মেধাবী অভিজ্ঞ শিক্ষক ও অভিভাবকসহ শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও শৃঙ্খলাই এই সাফল্যের মূলমন্ত্র।

তিনি আরো বলেন, মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়েই আমি কুঞ্জেরহাটে ইসলামী একাডেমী প্রতিষ্ঠা করেছিলাম। নৈতিক ও আদর্শিক দিক থেকে ভালো মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার ক্ষেত্রেও কর্তৃপক্ষের সর্বাত্মক চেষ্টা রয়েছে।

আরো পড়ুন

বিলবোর্ড নামিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন দাঁড়িপাল্লার প্রার্থী

নিজস্ব প্রতিবেদক নির্বাচনী আচরণবিধি রক্ষায় নিজ হাতে নিজের বিলবোর্ড নামিয়ে দৃষ্টান্ত স্থাপন করছেন বরিশাল-৫ (সদর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *