শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশালে এনসিপির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক।।

বরিশালে দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বরিশাল জেলা ও মহানগর এনসিপি নেতারা।

সোমবার (১৪জুলাই) সকাল সাড়ে ১১টায় বরিশাল নগরীর সদর রোডস্থ হোটেল কিং ফিশারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  এসময় এনসিপি নেতাকর্মীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বরিশালে পদযাত্রা ও পথসভা করবে এনসিপির কেন্দ্রীয় নেতারা।

মতবিনিময় সভায় বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা বলেন, এই পদযাত্রার মূল লক্ষ্য হচ্ছে বিচার, সংস্কার, দেশ পুনর্গঠন ও জুলাই সনদ বাস্তবায়ন করা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা।
বরিশাল জেলা সহসমন্বয়কারী মাসুম বিল্লাহ বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিপি’র এই জুলাই পদযাত্রা ও পথসভা কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আজ বিকেলে বরিশাল জেলা মহানগর এনসিপি নেতারা সদর রোডে গণসংযোগ করার কথা জানিয়েছেন।  একই সাথে আগামীকাল মঙ্গলবার সকালে নগরীর বাজার রোডে গণসংযোগ করবে বলে বিষয়টি অবহিত করেন।

জানা গেছে, এনসিপি নেতারা রুপাতলী থেকে পরিবহন যোগে নগরীর হাসপাতাল রোডের অমৃত লাল কলেজ এর মুখে অবস্থান নিবে।  এরপর সেখান থেকে তারা পদযাত্রা করে হাসপাতাল রোড হয়ে জেলখানার মোড় থেকে সদর রোড হয়ে ফজলুল হক এভিনিউ অবস্থান করবে।  সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে পদযাত্রা শেষ করবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সদস্য কাজী সাইফুল ইসলাম, জেলার যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, এম এম সাইফুল মুন্সি, যুগ্ম সমন্বয়কারী আবু সাঈদ, মাহিন মোর্শেদ সহ নেতৃবৃন্দরা।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *