ভূঁইয়া কামাল, মুলাদী প্রতিনিধি।।
বরিশালের মুলাদী উপজেলায় গতকাল ১৪ জুলাই সোমবার মুুলাদী উপজেলা হলরুমে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পণা কার্যালয়ের আয়োজনে “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এ প্রতিপাদ্য বিষয়ের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পণা কর্মকর্তা লায়লা পারভিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ নিজাম উদ্দিন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আইসিডি কর্মকর্তা মো. কাজল মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শেখ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার, উপজেলা মাধ্যমিক একাডেমি অফিসার মোস্তাফিজুর রহমান, মুলাদী থানা তদন্ত কর্মকর্তা এসআই মোমিন উদ্দিন, মুলাদী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মোল্লা, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রেজা হাওলাদার প্রমুখ।
আলোচনা শেষে ২০২৪-২০২৫ বছরের পরিবার পরিকল্পনা মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে অবদানের জন্য উপজেলার মধ্যে তিনজনকে ক্রেস্ট ও প্রশংসাপত্র দেয়া হয়। পরিবার কল্যাণ পরিদর্শিকা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কাজিরচর ইউনিয়নের শাহাজাদী আক্তার মুন্নী শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাচিত, নাজিরপুর ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী মোসা. রোকসানা আক্তার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত ও পরিবার পরিকল্পনা পরিদর্শক নাজিরপুর ইউনিয়নের মো. জিল্লুর রহমান শ্রেষ্ঠ পরিদর্শক নির্বাচিত হয়েছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।