শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

বাকেরগঞ্জে নিজ ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

বাকেরগঞ্জ বারশাল প্রতিনিধি।।

বরিশালের বাকেরগঞ্জে নিজ ঘরে ঢুকে আ: ছত্তার হাওলাদার (৭০) নামের একজন বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) আনুমানিক দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের গোলদার বাড়ি নামক স্থানে এই ঘটনা ঘটেছে। নিহত ছত্তার হাওলাদার অবসরপ্রাপ্ত সরকারি সেনিটারি ইন্সপেক্টর।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, নিহত ছত্তার হাওলাদার ও তার স্ত্রী নিজ নিজ ঘরে অবস্থান করছিল, এমন সময় একজন অজ্ঞাত দুর্বৃত্ত তাদের ঘরে ঢুকে হঠাৎ করে ধারালো অস্ত্র দিয়ে ছত্তার হাওলাদারকে উপর্যুপরি কোপাতে থাকে। এসময় তার বৃদ্ধ স্ত্রী নাসিমা বেগম বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত ছত্তার হাওলাদারকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভরপাশা ইউনিয়নের গোলদার বাড়ি নামক স্থানে একজন অবসরপ্রাপ্ত সেনিটারি কর্মকর্তা দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে। এখন পর্যন্ত হত্যার কারণ বা হত্যাকারী সম্পর্কে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। সুরতহাল শেষে নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এছাড়া বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো: মাসুম বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

আরো পড়ুন

ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক রাজধানীর মতিঝিল থানা এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *