শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তাকে ঘিরে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক।।

বরিশালের গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পক্ষে ও বিপক্ষে মানববন্ধন ও সড়ক অবরোধকে কেন্দ্র করে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, গৌরনদী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে এবং তার অপসারণের দাবিতে গতকাল (১৪ জুলাই) স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।

ওইদিন বিকেলে ডা. মনিরুজ্জামানের বদলির আদেশ আসলে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে চলে যান। তবে আজ সকাল ১০টার দিকে একদল লোক ওই চিকিৎসকের বদলি আদেশ বাতিলের দাবিতে একই স্থানে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন। এ সময় পূর্বের আন্দোলনকারীরাও সেখানে উপস্থিত হয়ে পাল্টা বিক্ষোভ শুরু করেন।

বেলা সাড়ে ১১টার দিকে উভয়পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া জানিয়েছেন, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *