ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার সন্তান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুর খবরে গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার রাতে গিয়ে দেখা যায়, হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁর গ্রামের বাড়িতে ভিড় করেছেন আত্মীয়-স্বজন, অনুসারী, বন্ধু ও পাড়াপ্রতিবেশীরা। এ সময় উপস্থিত অনেকেই হাদির সঙ্গে কাটানো স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন।
আগত স্বজন ও অনুসারীরা দাবি জানান, হাদিকে যারা গুলি করে হত্যা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিও জানান।
এদিকে হাদির মৃত্যুর ঘটনায় প্রতিবেশী ও সহপাঠীরা গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, জুলাই বিপ্লবের পর হাদির মতো একজন সাহসী ও সক্রিয় নেতাকে কেন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি-তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বর্তমানে ওসমান হাদির গ্রামের বাড়িতে তাঁর বোন মাছুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন অবস্থান করছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।