নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের বাসস্ট্যান্ডগুলোতে মাদকের বিস্তার বেড়েছে। এর প্রভাবে নানামুখী নেতিবাচক প্রভাব পড়ছে যাত্রী সাধারণের মাঝে। আর মাদক সেবন ও ব্যবসায়ীদের নির্মুলে এবার মাঠে নেমেছে বাসস্ট্যান্ড সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতায় গতকাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে পুরো বাসস্ট্যান্ড এলাকাজুড়ে অভিযান পরিচালিত হয়। ফলে এক মাদকব্যসায়ীকে মাদক ও নগদ অর্থসহ আটক করে শ্রমিকরা। এসময় মাদক ব্যবসায়ীর আস্তানাও ভেঙ্গে দেয় তারা। আটকের পর এয়ারপোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয় শ্রমিকরা।
অভিযুক্ত হলো বাবুগঞ্জের রহমতপুর এলাকার খোকনের ছেলে রাতুল (২১)। গতকাল ভোর ৪ টার দিকে অভিযুক্তকে গ্রেফতার করে শ্রমিকরা। এরপর তার দেয়া তথ্যমতে স্ট্যান্ডের পিছনে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য তৈরিকৃত একটি অস্থায়ী দোকানও ভেঙ্গে ফেলেন তারা। এসময় তার কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা ও নগদ প্রায় ৮০ হাজার টাকা উদ্বার করেন শ্রমিকরা। শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় মাদক ক্রয় ও বিক্রি হচ্ছিল। এসবের নিয়ন্ত্রণে ছিল চিহ্নিত কয়েকজন। আমরা মাদকের বিরুদ্ধে স্ট্যান্ডজুড়ে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে অভিযান পরিচলানা করেছি।
এতে রাতুল নামের এক যুবককে মাদকসহ আটক করি। পরে পুলিশের হাতে হস্তান্তর করা হয়। তারা আরও জানান, আটক হওয়া রাতুল মুলত চিহ্নিত মাদক ব্যবসায়ী সুলতান ও চায়ের দোকানদার মোস্তফার ছেলে নয়নের সহযোগী। দীর্ঘদিন ধরে এই এলাকায় তারা মাদক ক্রয় ও বিক্রির সাথে জড়িত । তাদের মাধ্যমেই মাদকের বিস্তার ঘটে চলেছে। অভিযানের খবরে এই মুলহোতারা পালিয়েছে। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তারেও আইনশৃঙ্খলা বাহীনির সুদৃষ্টি কামনা করেন শ্রমিকরা। এ বিষয়ে নথুল্লাবাদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন মীর জানান, শ্রমিকদের অভিযানে এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করে হয়েছে। আরও চিহ্নিত মাদকব্যবসায়ী রয়েছে । তারা অভিযানের খবরে পালিয়েছে। এদেরকেও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা বাড়াতে সুদৃষ্টি কামনা করেন তিনি। এ বিষয়ে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জানান, মাদকের বিরুদ্ধে আমরা সবসময় জিরো টলারেন্স অবস্থানে রয়েছি। দীর্ঘদিন ধরে স্ট্যান্ডে মাদকব্যবসায়ীদের অপ-তৎপরতা বেড়েই চলছিল। সন্ধ্যা নামলেই আধারে মাদক কেনা-বেচার একাধিক অভিযোগ আসছিল।
যার দরুন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে স্ট্যান্ডে মাদকবিরোধী অভিযান পরিচালিত করা হয়েছে। যদিও মুল হোতারা বাইরেই রয়েছে বলে জানিয়েছে শ্রমিকরা। সুশৃঙ্খল পরিবেশ বজায়ে এ ধারা অব্যাহত থাকবে। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির সিকদার জানান, শ্রমিকরা একজনকে আটক করে থানা পুলিশের হাতে হস্তান্তর করেছে। অভিযুক্ত থানা হেফাজতে রয়েছে। যাচাই-বাছাই সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মাদকের বিরুদ্ধে নির্মুলে আমরা কঠোর অবস্থানে রয়েছি। মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।