শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ভুয়া সনদের শিক্ষক নাজিমের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

জেলা প্রতিনিধি ভোলা।। 

ভোলায় ভুয়া সনদে প্রাইমারির শিক্ষক নাজিম, তুলছেন বেতন-ভাতাও ” শিরোনামে বাংলাদেশ বাণীতে নিউজ প্রকাশের পর সেই নাজিমের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে । লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহ আলমকে তদন্তের দায়িত্ব প্রদান করা হয় । ১৭জুলাই বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম।

প্রসঙ্গত, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন করার সময় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ছিলনা মো. নাজিম উদ্দিনের । এই শিক্ষক ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বরিশাল ব্রজমোহন কলেজের গণিত বিভাগের ছাত্র ছিলেন । ওই বিষয়ের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ২০২১ সালের ২৫ জুলাই ।

চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এর আগের বছর অর্থাৎ ২০২০ সালের ১৮ অক্টোবর । আবেদন গ্রহণ ২০২০ সালের ২৫ অক্টোবর শুরু হয়ে শেষ হয় একই বছরের ২৪সেপ্টেম্বর । আর তিনি স্নাতক পাস করেছেন ২০২১ সালের ২৫ জুলাই । তাই তিনি ওই সময় ওই পদে চাকরির আবেদন করার যোগ্যতাসম্পন্ন ছিলেন না ।

তবুও তিনি ২০২৩সালের ২৩জানুয়ারী লালমোহন চর উদয়কালী সরকারি প্রথমিক বিদ্যালয়ে যোগদান করেন। নাজিম উদ্দিনের বিরুদ্ধে ভুয়া সনদে আবেদন জমা দিয়ে চাকরি নেওয়ার অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে ঐ পত্রিকার এক সাংবাদিক। গত (২জুলাই) অনুসন্ধানী নিউজ প্রকাশের পর ভোলা জুড়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এরপর জেলা প্রথমিক শিক্ষা অফিস তদন্ত কমিটি করে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *