শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি।।
গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি ও অধিকার পরিষদের নেতাকর্মীরা। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এই কর্মসূচি।
ঝালকাঠির কলেজ মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তার দুই পাশে ব্যারিকেট দিয়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তারা গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। বিক্ষোভকারীরা হামলার নিন্দা জানিয়ে নানা স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। এ সময় বিক্ষোভকারীরা গোপালগঞ্জে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কঠোর ভাষায় সমালোচনা করেন। সন্ধ্যা ছয়টার দিকে অবরোধ তুলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দোষীদের দ্রুত আইনের আওতায় না আনলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের দিকে যাবে তারা।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *