বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চরফ্যাশন প্রতিনিধি।।

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের উদ্যোগে চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা ও চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের জিপিএ-৫ সহ শতভাগ উত্তীর্ণ হওয়ায় ‘ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ ওই কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

১৭জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিল সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়াতুল মোদাররেসিন চরফ্যাশন উপজেলা শাখার সেক্রেটারি ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: কামরুজ্জামান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের পরিচালনা পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট মহিবুল্লাহ, চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার অধ্যক্ষ আইয়ুব আলী, ভাইস প্রিন্সিপাল মারুফ বিল্লাহ, দুলারহাট আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক ইকবাল মাহমুদ, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের প্রভাষক জাহিদ হাসান ,অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের প্রভাষক এ এইচ এম শাকিল আহমেদ, নুরিয়া আলিম মাদ্রাসার প্রভাষক জোবায়ের আহমেদ সহ অন্যান্য অতিথিবৃন্দ, অভিভাবক, সকল শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের একাডেমিক ইনচার্জ জুলকার নাঈম।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *