নিজস্ব প্রতিবেদক।।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মাছ শিকারে গিয়ে ডুবে যাওয়া ট্রলারসহ এক জেলের মরদেহ। এসময় কুয়াকাটা সৈকতে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নৌ পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় পর্যটকদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে নৌ পুলিশের মাধ্যমে মরদেহটি শনাক্ত করে তার পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
মৃত জেলে ইদ্রিস হাওলাদারের জামাতা সাগর ইসলাম বলেন, আমার শ্বশুর বহু বছর ধরে জেলে পেশার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে। জুলাই মাসের ২৫তারিখ সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় তিনি নিখোঁজ হন। এতদিন আমরা তার অপেক্ষায় ছিলাম। আমার স্ত্রীসহ শ্বশুর বাড়ির সবাই এতদিন অনেক কান্নাকাটি করেছে তবে এভাবে তাকে পাব আমরা আশা করিনি।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, মরদেহসহ ট্রলারটি উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে তার পরিবারের লোকজন তাকে শনাক্ত করেছে। মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া এবং পরবর্তী সব আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।