শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

সৈকতে ভেসে এলো ডুবে যাওয়া ট্রলারসহ এক জেলের মরদেহ

নিজস্ব প্রতিবেদক।।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মাছ শিকারে গিয়ে ডুবে যাওয়া ট্রলারসহ এক জেলের মরদেহ। এসময় কুয়াকাটা সৈকতে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নৌ পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় পর্যটকদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে নৌ পুলিশের মাধ্যমে মরদেহটি শনাক্ত করে তার পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

বৃহস্পতিবার (৭আগস্ট) বেলা ১১টার দিকে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ওই ট্রলারটি ভেসে আসে। ট্রলারের মধ্যে ভেসে আসা ওই জেলের নাম ইদ্রিস হাওলাদার (৫০)। তার পরিচয় শনাক্ত করেছে তার জামাতা সাগর ইসলাম।

মৃত জেলে ইদ্রিস হাওলাদারের জামাতা সাগর ইসলাম বলেন, আমার শ্বশুর বহু বছর ধরে জেলে পেশার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে। জুলাই মাসের ২৫তারিখ সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় তিনি নিখোঁজ হন। এতদিন আমরা তার অপেক্ষায় ছিলাম। আমার স্ত্রীসহ শ্বশুর বাড়ির সবাই এতদিন অনেক কান্নাকাটি করেছে তবে এভাবে তাকে পাব আমরা আশা করিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫কিলোমিটার গভীরে ১৫জেলেসহ এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। সমুদ্রে ৪দিন ভেসে থাকার পর ১০জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে গত ১আগস্ট নজরুল ইসলাম নামের এক জেলের মরদেহ সৈকতের মীরা বাড়ি পয়েন্টে ভেসে আসে। ট্রলার ডুবির ওই ঘটনায় এখানে নিখোঁজ রয়েছেন ৩জেলে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, মরদেহসহ ট্রলারটি উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে তার পরিবারের লোকজন তাকে শনাক্ত করেছে। মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া এবং পরবর্তী সব আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *