শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

জাহাঙ্গীর আলম, ঝালকাঠি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের কর্মীরা।
আজ জুমার নামাজের পর ঈদগাহ জামে মসজিদ ভাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্র জনতা। মিছিলটি স্থানীয় কলেজ মোড় এসে শেষ হয়। এরপর সেখানে তারা ৩ টার দিকে ঝালকাঠি–বরিশাল আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় অবরোধ শুরু করে।
এতে মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই অবরোধে বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অবরোধকারীরা জানান, ওসমান হাদীর  হত্যাকারীদের  দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে না পারলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তাদের দাবি, হাদির হত্যার ঘটনাটি পরিকল্পিত। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

আরো পড়ুন

জুলাই বিপ্লবী ওসমান হাদির ইন্তেকাল

নিজেস্ব প্রতিবেদক || চলে গেলেন জুলাই বিপ্লবী ওসমান হাদি (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ৯টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *