আমতলী প্রতিনিধি।।
উক্ত প্রশিক্ষণের উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড শাহাবুদ্দিন পান্না, নির্বাহী পরিচালক এনএসএস। প্রশিক্ষণ পরিচালনা করেন বিপ্লব ইসাহাক সর্দার- এরিয়া প্রোগ্রাম ম্যানেজার আমতলী এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মৃদুল সরকার-প্রোগ্রাম ম্যানেজার এন এস এস আমতলী বরগুনা।
খোকন দাস- কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, রাধা রানী -কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার,
জ্যাকলিন টুম্পা মন্ডল- কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আমতলী।
আমতলী পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে সদস্যদের অংশগ্রহণে লোকজ রিসোর্স সেন্টারে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।