পিরোজপুর প্রতিনিধি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পিরোজপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে বদলি ও পদায়ন করা হয়েছে। তিনি বর্তমানে মেহেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
সূত্রে জানা গেছে, খুব শিগগিরই তিনি পিরোজপুরে যোগদান করে নতুন দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রশাসনিক স্বার্থে এ বদলি কার্যকর হবে এবং যোগদানের পর তিনি পিরোজপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন।
উল্লেখ্য, মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী একজন মেধাবী ও প্রশিক্ষিত পুলিশ কর্মকর্তা হিসেবে খ্যাত। মেহেরপুরে দায়িত্ব পালনকালে তিনি মাদক নির্মূল, সন্ত্রাস দমন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম এবং জনবান্ধব সেবা নিশ্চিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
তার যোগদানকে ঘিরে পিরোজপুরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয়দের মধ্যে ইতোমধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। কর্মকর্তারা মনে করছেন, নতুন এসপি জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করবেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।