শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

চরফ্যাশনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চরফ্যাশন প্রতিনিধি ‍॥

চরফ্যাশনে কৃষকদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ডিসেম্বর) দুপুরে ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত,কৃষি অফিসার মো. রোকনুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. রহমত উল্লাহ, খাদ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ আজম। এদিন পাঁচ শত কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে।

উপজেলা কৃষি অফিসার মো. রোকনুজ্জামান জানান, পৌরসভা ও ২১টি ইউনিয়নের ১২হাজার ৩২০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে  পর্যায়ক্রমে এই সার ও বীজ বিতরণ করা হবে। এছাড়াও উপজেলার ৫হাজার কৃষককে ২  কেজি করে হাইব্রীড ধান বীজ দেয়া হবে।  উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিঘা প্রতি জমির জন্য প্রতি কৃষককে ২০ কেজি গম, ২ কেজি ভূট্টা, ১ কেজি সরিষা, ১ কেজি সূর্যমুখী, ১০ কেজি চিনাবাদাম, ৮ কেজি সয়াবিন, ৮ কেজি খেসারী ডাল, ৫ কেজি মুগ ডাল, ৫ কেজি মসুর ডাল, ৭ কেজি ফেলন ডাল এবং ডিএপি সার ১০ থেকে ২০ কেজি এমওপি সার ৬থেকে ১০ কেজি করে বিনামূল্যে দেয়া হচ্ছে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *