রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

চরফ্যাশনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চরফ্যাশন প্রতিনিধি ‍॥

চরফ্যাশনে কৃষকদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ডিসেম্বর) দুপুরে ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত,কৃষি অফিসার মো. রোকনুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. রহমত উল্লাহ, খাদ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ আজম। এদিন পাঁচ শত কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে।

উপজেলা কৃষি অফিসার মো. রোকনুজ্জামান জানান, পৌরসভা ও ২১টি ইউনিয়নের ১২হাজার ৩২০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে  পর্যায়ক্রমে এই সার ও বীজ বিতরণ করা হবে। এছাড়াও উপজেলার ৫হাজার কৃষককে ২  কেজি করে হাইব্রীড ধান বীজ দেয়া হবে।  উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিঘা প্রতি জমির জন্য প্রতি কৃষককে ২০ কেজি গম, ২ কেজি ভূট্টা, ১ কেজি সরিষা, ১ কেজি সূর্যমুখী, ১০ কেজি চিনাবাদাম, ৮ কেজি সয়াবিন, ৮ কেজি খেসারী ডাল, ৫ কেজি মুগ ডাল, ৫ কেজি মসুর ডাল, ৭ কেজি ফেলন ডাল এবং ডিএপি সার ১০ থেকে ২০ কেজি এমওপি সার ৬থেকে ১০ কেজি করে বিনামূল্যে দেয়া হচ্ছে।

আরো পড়ুন

DIVICE

আগুন লাগলেই সর্তক করবে কলেজ ছাত্রের ‘অগ্নি’ ডিভাইস

আগৈলঝাড়া প্রতিনিধি‍॥ অফিস আদালত, শিল্প-কারখানা কিংবা বাসা-বাড়িতে আগুন লাগলে মানুষের মত করে আশপাশের লোকজনকে আগুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *