শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশালে ভাড়া বাসা থেকে শিক্ষকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ওই শিক্ষকের নাম মো. মহিউদ্দিন। তিনি নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। মো. মহিউদ্দিন বরিশালের উজিরপুর উপজেলার হরিদ্রাপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মাঝির ছেলে।কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, করিম কুটির মজিদ গলির স্মরণিকা ভিলার নিচ তলায় ভাড়া বাসায় একা বসবাস করতেন। স্থানীয়রা তাকে বাসার মধ্যে দুপুরের পর থেকে বিছানার উপর শুয়ে থাকতে দেখেন। রাত পর্যন্ত একই অবস্থায় শুয়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি তাদের জানিয়েছেন। তারা গিয়ে খাটের উপর মৃত অবস্থায় পেয়েছেন। পরে তারা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে। তিনি বলেন, কেউ যদি কোনো অভিযোগ দেয় সেই অনুযায়ী তদন্ত করা হবে।

মো. মহিউদ্দিনের বড় ভাই বরিশাল জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক জসিমউদ্দীন বলেন, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান প্রধান শিক্ষকের দুর্নীতিসহ নানা অনিয়ম নিয়ে তার ভাইয়ের সাথে বিবাদ ছিল। কিছুদিন আগে স্কুলের অনিয়ম ও দুর্নীতি নিয়ে বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগও দিয়েছিলেন তিনি। এজন্য তাকে বিভিন্ন সময় হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতি নিয়ে প্রতিবাদ করার কারণেই তাকে হত্যা করা হয়েছে।

আরেক ভাই বরিশাল বিএম স্কুলের শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ জানিয়েছেন, তার ভাইকে হত্যার ঘটনায় মামলা করা হবে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *