শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

তারেক রহমানকে কটূক্তির চরফ্যাশনে বিএনপির বিক্ষোভ

চরফ্যাশন প্রতিনিধি।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও দলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ভোলার চরফ্যাশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার দুলারহাট থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি দুলারহাট বিএনপি অফিস থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেন, “তারেক রহমানকে নিয়ে কটূক্তি কিংবা বিএনপির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে চরফ্যাশন ও মনপুরার জনগণকে সঙ্গে নিয়ে কঠোর জবাব দেওয়া হবে।” তিনি বলেন, “সমালোচনা করার আগে প্রতিটি রাজনৈতিক ব্যক্তি বা সংগঠনের ইতিহাস-ঐতিহ্য জানা প্রয়োজন।”
নাজিম উদ্দিন আলম আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে, যাতে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়।

সভায় আরও বক্তব্য দেন দুলারহাট থানা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক এডভোকেট সিদ্দিক মাতাব্বর, নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নওরোজ বাবুল, নুরাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার আলম, সিনিয়র সহ-সভাপতি হারুন মাস্টার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, যুবদল সভাপতি সুমন হাওলাদার, সম্পাদক জিয়াউদ্দিন বাবলু, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন এবং জামাল মহরিসহ আরো অনেকে।
নেতাকর্মীরা তাদের বক্তব্যে তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চলমান অপপ্রচারের তীব্র নিন্দা জানান। তারা বলেন, “জামায়াত-শিবির ও এনসিপি এসব ষড়যন্ত্রে জড়িত, যারা সরকারদলীয় মদদপুষ্ট কিংস পার্টির ছত্রছায়ায় থেকে গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে।”
বক্তারা হুঁশিয়ার করে বলেন, “রাজনৈতিক শিষ্টাচার অমান্য করে তারেক রহমানকে কটূক্তি করা শুধু অশোভন নয়, জাতির জন্য লজ্জার বিষয়। এসব ষড়যন্ত্র কখনোই সফল হবে না।”

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *