পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের একটি লেক থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (বয়স আনুমানিক ৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে টেন্ডলের ঘোঝা সংলগ্ন এলাকায় লেকের পানিতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা প্রথমে ৯৯৯-এ ফোন করে। পরে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবকের পরনে ছিল কালো প্যান্ট ও কালো গেঞ্জি। প্রাথমিক তদন্তে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান, “লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।