চরফ্যাশন প্রতিনিধি : সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নাজিম উদ্দীন আলমের চরফ্যাশনে আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে জিন্নাগড় ইউনিয়ন বিএনপি আজ বৃহস্পতিবার বিকালে স্থানীয় কুতুবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোজাম্মেল হক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল প্রমূখ।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন জিন্নাগড় ইউনিয়ন যুবদলের সভাপতি জামাল উদ্দীন ভেন্ডার, সাধারণ সম্পাদক আকতার হোসেন হাওলাদার, যুবদল নেতা হাসনাইন আহমেদ,সেচ্ছাসেবক দলের সভাপতি রিয়াজ হাওলাদারসহ ইউনিয়ন বিএনপির ১০ টি ইউনিটের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য ও বিএনপিনেতা নাজিম উদ্দীন আলম আগামী ২৬ অক্টোবর রোববার চরফ্যাশন আগমন করবেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।