সাংস্কৃতিক প্রতিবেদক।।
সংলাপ ছাড়া মুখভঙ্গি এবং দেহের বিভিন্ন ক্রিয়াকলার সহায়তায় ইলুইশন বা ভ্রম সৃষ্টির মাধ্যমে দর্শকের কাছে কোন ঘটনা উপস্থাপন করাকে বলে মূকাভিনয়।
গত শনিবার ২৮ জুন ২০২৫ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি বরিশালের মঞ্চে সাদা মেক-আপ এবং কালো পোশাকে, দর্শকের সামনে সেই ঘটনাগুলি উপস্থাপন করলেন, তিনদিন ব্যাপি মূকাভিনয় কর্মশালায় অংশ নেয়া প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ। কর্মশালার সমাপনী দিনে শিল্পকলার আদিম এই ধারাটি উপভোগ করতে পেরে আনন্দ প্রকাশ করেন উপস্থিত দর্শক। একে একে উপস্থাপিত হয় নবরস, লোকাল বাস ও স্টপ দ্যা ওয়ার শিরোনামে মূকাভিনয়।
উল্লেখ্য গত ২৬ জুন থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী কর্মশালার প্রশিক্ষণ প্রদান করেন বিখ্যাত মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদাদের ছাত্র, মূকাভিনয় শিল্পী ও সাংবাদিক আল মাসুম সবুজ।
বরিশাল জেলার বিভিন্ন সংগঠনের ৪৫ জন সংস্কৃতিকর্মী কর্মশালায় অংশগ্রহণ করেন। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে কর্মশালার সমাপনী পর্বে বক্তব্য রাখেন জেলা জাসাস (দক্ষিণ) এর আহ্বায়ক সাব্বির নেওয়াজ সাগর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান অপূর্ব অপু, খেয়ালী গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক অপূর্ব রায় প্রমূখ।
বক্তব্য শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ।
মূকাভিনয় শিল্পের চর্চা আরো বেশি সমৃদ্ধ হোক এই আকাঙ্ক্ষা প্রকাশ করেন বরিশালের শিল্পী সংস্কৃতিকর্মী, ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।