মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫

বোরহানউদ্দিনে নতুন ইউএনও ও ওসিকে বরণ, আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

এম জামাল, বোরহানউদ্দিন
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনোরঞ্জন বর্মন এবং নতুন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান মনির–কে বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সম্প্রসারিত উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ পরিচিতি অনুষ্ঠান হয়।
সভা শুরুর পূর্বে ইউএনও মনোরঞ্জন বর্মন ফুল দিয়ে নতুন ওসি মনিরুজ্জামান মনিরকে বরণ করেন। পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ফুল দিয়ে ইউএনওকেও শুভেচ্ছা জানান।
পরিচিতি সভা শেষে একই স্থানে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মনোরঞ্জন বর্মন বলেন, “দুর্নীতি একটি সামাজিক অবক্ষয়। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় দুর্নীতির কারণে। স্বজনপ্রীতিও দুর্নীতির অংশ। সুন্দর সমাজ গঠনে দুর্নীতি রোধ করতে সবাইকে সচেতন হতে হবে।” তিনি আরও বলেন, বোরহানউদ্দিন উপজেলাকে অপরাধ, ইভটিজিং ও মাদকমুক্ত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
একই অনুষ্ঠানে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ–২০২৫ পালন করা হয়।
ইউএনও মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
বরিশাল দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ আবুল কাইয়ুম হাওলাদার, ওসি মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির সভাপতি মোঃ নুরুল আমিন মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ সরোয়ার আলম খান, সদস্য সচিব এডভোকেট কাজী আজম, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান, রোকন সদস্য উপাধ্যক্ষ আবুল হাসান মোঃ অলি উল্ল্যাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ বশির আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মোঃ ইসমাইল হোসেন, শাহবাজপুর প্রেসক্লাব সভাপতি মোঃ মনিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান।

আরো পড়ুন

দৌলতখানে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

মাকছুদুর রহমান পাটোয়ারী, দৌলতখান ভোলার দৌলতখানে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *