শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

প্রয়াত সাবেক মেয়র আহসান হাবীব কামালসহ ৫আসামি খালাস

নিজস্ব প্রতিবেদক।।

দুর্নীতির মামলায় দণ্ডিত বরিশাল সিটি কর্পোরেশনের প্রয়াত সাবেক মেয়র আহসান হাবীব কামালসহ ৫আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট বিভাগের একক বেঞ্চের বিচারপতি মো. সরওয়ার্দি। জামিনের সময় আদালতে জমা দেওয়া জরিমানার অর্থ পরিবারকে ফিরিয়ে দেয়ারও আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৩জুলাই) এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন মামলা পরিচালনা করা আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী।

তিনি জানান, দুদকের করা মামলায় আসামি ৫জনকে ৭বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও প্রয়াত সাবেক মেয়র আহসান হাবীব কামাল ও ঠিকাদারকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছিল। ওই রায়ের বিরুদ্ধে করার আপিল শুনানি শেষে ৫জনকে খালাস দেওয়া হয়। জরিমানাও বাতিল করা হয়েছে। একই সাথে আহসান হাবীব কামাল জামিনে মুক্ত পাওয়ার জন্য আদালতে জমা দেওয়া ৫০লাখ টাকা পরিবারকে ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন বিচারপতি।

বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা আহসান হাবীব কামলা ২০২২সালের ৩১জুলাই ঢাকার বনানি বাসায় মারা যান। তার ছেলে কামরুল আহসান রূপন বলেন, রাজনৈতিক কারণে মামলাটি করা হয়েছিল। সাজার কারণে বাবা ৮মাস কারাগারে ছিলেন। এ বিষয়টি নিয়ে উচ্চ আদালত দু:খ প্রকাশ করেছেন।

মামলার বরাতে আইনজীবী বলেন, বরিশাল পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন ১৯৯৫ সালের ২১ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৩জুন পর্যন্ত প্রতারণার মাধ্যমে আসামিরা ২৭লাখ ৬০হাজার ৬৩৯টাকা ‘আত্মসাৎ’ করার অভিযোগ এনে মামলা করেন দুর্নীতি দমন কমিশন ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাসেদ।

পৌর এলাকায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত দেখিয়ে টেলিফোন শিল্প সংস্থার জাল প্যাড তৈরি, ভুয়া দরপত্র আহ্বান, ভুয়া ঠিকাদার নিয়োগ ও প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত করে ২০১১ সালের ১৯জুলাই আহসান হাবিব কামাল, সিটি করপোরেশনের বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওই সময়ের সহকারী প্রকৌশলী খান মো. নূরুল ইসলাম, ওই সময়ের পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ইসাহাক, উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সত্তার ও ঠিকাদার জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।

২০জনের সাক্ষ্য গ্রহণ শেষে গত বছর ২০নভেম্বর বরিশালের বিভাগীয় বিশেষ জজ মো. মহসিনুল হক পাঁচ আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেন। মো. আহসান হাবিব কামাল ও সংশ্লিষ্ট ঠিকাদারকে ১কোটি টাকা করে জরিমানা করা হয়েছে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *