সোলায়মান তুহিন, গৌরনদী।।
বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬জুলাই) উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মাই টিভির গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাংবাদিক মোঃ খোকন আহমেদ হিরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মোরশেদ হাসান এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারী ক্ষমতায়ন, সাংস্কৃতিক চর্চা ও সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।