বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫

উজিরপুরে বড়াকোঠায় জামায়াতের উদ্যোগে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াকোঠা ইউনিয়ন শাখার উদ্যোগে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বড়াকোঠা ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিসে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত বরিশাল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসাইন এবং অফিস সম্পাদক মুহাম্মদ রমজান আলী। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বড়াকোঠা ইউনিয়নের সাতটি বাজারের সভাপতি, সেক্রেটারি ও স্থানীয় দোকানদাররা উপস্থিত থেকে অগ্নিনির্বাপক যন্ত্র গ্রহণ করেন।

জারগুলোতে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে এবং ব্যবসায়ীদের নিরাপত্তা সচেতনতা বাড়াতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে অতিথিরা অগ্নি নিরাপত্তা বিষয়ে সংক্ষিপ্ত দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

 

আরো পড়ুন

শুক্রবার থেকে সারাদেশে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট

অনলাইন ডেস্ক নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে শুক্রবার (১২ ডিসেম্বর) মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *