নিজস্ব প্রতিবেদক
উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াকোঠা ইউনিয়ন শাখার উদ্যোগে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বড়াকোঠা ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিসে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত বরিশাল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসাইন এবং অফিস সম্পাদক মুহাম্মদ রমজান আলী। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বড়াকোঠা ইউনিয়নের সাতটি বাজারের সভাপতি, সেক্রেটারি ও স্থানীয় দোকানদাররা উপস্থিত থেকে অগ্নিনির্বাপক যন্ত্র গ্রহণ করেন।
জারগুলোতে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে এবং ব্যবসায়ীদের নিরাপত্তা সচেতনতা বাড়াতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে অতিথিরা অগ্নি নিরাপত্তা বিষয়ে সংক্ষিপ্ত দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।