শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

পুরনো পদ্ধতিতে আর নির্বাচন চলবে না: মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশে পুরনো স্টাইলে (পদ্ধতি) আর নির্বাচন চলবে না। এমন একটি নির্বাচন দিতে হবে, যেখানে প্রত্যেকেই নিজের ভোট নিজে দিতে পারবে।

শনিবার (২৬জুলাই) বিকেলে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ভোট কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সিনিয়র নায়েবে আমির মজিবুর রহমান এ কথা বলেন।

তিনি বলেন, ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪ সালের মতো সাজানো ও একতরফা নির্বাচনের দিন শেষ। মানুষ একটি সত্যিকারের, অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ নির্বাচন চায়, যেখানে প্রতিটি নাগরিক নিজ হাতে নিজের ভোট দিতে পারবে।

তিনি বলেন, এমন এক বাংলাদেশ গড়ে উঠেছে, যেখানে চাঁদা নাদিলে জীবন হুমকির মুখে পড়ে। চাঁদাবাজদের বিরুদ্ধে কেউ কথা বললেই তারা ক্ষিপ্ত হয়। আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? একটি নিরাপদ, ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে হলে এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। ”

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান এবং সঞ্চালনায় ছিলেন অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়ছারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা ফখরুদ্দীন খান রাযী ও সাবেক জেলা আমির অধ্যাপক শাহ আলম।

বক্তারা বলেন, দেশের মানুষ আজ অবিচার, দুঃশাসন ও দুঃশাসকদের বিরুদ্ধে জেগে উঠেছে। এ পরিস্থিতিতে সংগঠনের প্রতিটি কর্মীকে সাংগঠনিকভাবে আরও প্রস্তুত ও সক্রিয় হতে হবে। আগামীতে রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় শক্তিশালী পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন নেতারা।

সম্মেলনে পটুয়াখালী-১ আসনের আওতাভুক্ত বিভিন্ন ইউনিয়ন ও কেন্দ্রের প্রতিনিধিরা অংশ নেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *