বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

গৌরনদীতে এনসিপি কার্যালয় উচ্ছেদের হুমকি ও পরে ক্ষমা প্রার্থনার ঘটনা প্রকাশ

‎সোলায়মান তুহিন, গৌরনদী।।

‎গত ২৪ জুলাই দৈনিক বাংলাদেশ বানী সহ বিভিন্ন গণমাধ্যমে “এনসিপি’র কার্যালয় উচ্ছেদের হুমকির অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা শাখার সদস্য মো. নুর-এ-আলম সিদ্দিকীর উদ্ধৃতি দিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হয়।

‎প্রতিবেদনে বলা হয়, গৌরনদী পৌর এলাকার দক্ষিণ পালরদী (গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন) এলাকার মো. হানিফ মিয়ার বাড়ি থেকে একটি কক্ষ ভাড়া নিয়ে এনসিপি গৌরনদী উপজেলা শাখা তাদের কার্যক্রম পরিচালনা করছিল।

‎কিন্তু কার্যালয় স্থাপনের পর থেকেই স্থানীয় ছাত্রদল নেতা মো. হীরা রহমান সাদ্দাম (পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক) উক্ত বাড়িওয়ালাকে বিভিন্ন সময় কার্যালয় অপসারণের জন্য হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ উঠে। ১৪ জুলাই বিকেল ৪টার দিকে সাদ্দাম ও তার সঙ্গে থাকা ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি কার্যালয়ের সাইনবোর্ড খুলে ফেলেন এবং স্পষ্ট জানিয়ে দেন, “এখানে জাতীয় নাগরিক পার্টির কোনো অফিস থাকতে পারবে না, কেউ চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না।”

‎নুর-এ-আলোম সিদ্দিকী জানান এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে মো. হীরা রহমান সাদ্দাম নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে পূর্বের সাইনবোর্ড পুনরায় টানিয়ে দেন।

‎এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একটি গণতান্ত্রিক দেশে অন্য কোনো রাজনৈতিক দলের কার্যক্রমে বাধা সৃষ্টি করা নিন্দনীয় বলে মন্তব্য করেন অনেকেই।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *