সোলায়মান তুহিন, গৌরনদী প্রতিনিধি।।
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)–এর আওতায় বরিশালের গৌরনদীতে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮জুলাই) সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরকারি কলেজ শাখার উপ-পরিচালক মো. নুরুল হক সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত বরিশাল জেলা শিক্ষা অফিসার মো. হারুনুর রশিদ, গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল জলিল, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সরকারি গৌরনদী কলেজের সহকারী অধ্যাপক মো. ইউনুস মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন।
বক্তব্য রাখেন গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক শিল্পি রানী মন্ডল, মাহিলাড়া কলেজের সাবেক শিক্ষার্থী আসাদুল মৃধা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের কার্যক্রমে গুণগত পরিবর্তন আনতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতার পরিবেশ তৈরি হচ্ছে, যা সামগ্রিকভাবে দেশের শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে সহায়ক হবে।
অনুষ্ঠানটি যৌথ ভাবে আয়োজন করে গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বরিশাল জেলা শিক্ষা অফিস।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মাহিলাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জিনাত জাহান খান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।