শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

আগৈলঝাড়ায় সাত ব্যবসা প্রতিষ্ঠানে ৬৯ হাজার টাকা জরিমানা

আগৈলঝাড়া প্রতিনিধি : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আইন-শৃংখলা বাহিনীর সহযোগিতায় গতকাল বুধবার দুপুরে উপজেলার পয়সারহাট ও আগৈলঝাড়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও ইন্দ্রানী দাস এই অভিযান পরিচালনা করেন।

এসময় মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উর্ত্তীন পন্য বিক্রি করার অপরাধে হালিমা পয়সারহাট বাজারের মুহাইমিন বেকারীকে ২০ হাজার টাকা, পূর্ব পয়সা বাসষ্ট্যান্ড কাওছার ভ্যারাইটিজ ষ্টোরকে ৫ হাজার টাকা, সুরাইয়া ভ্যারাইটিজ ষ্টোরকে ৪ হাজার টাকা, আগৈলঝাড়া সদর বাজারে ইসলামিয়া ফার্মেসীকে ৩০ হাজার টাকা, নাজাত ফার্মেসীকে ৫ হাজার টাকা, নবান্ন ক্যাফে ২ হাজার টাকা, গাজী খাবার হোটেলকে ৩ হাজার টাকাসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।

 

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *