বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

রাজাপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

বুলবুল আহমেদ রাজাপুর প্রতিনিধি।।

ঝালকাঠির রাজাপুরে শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর কর্তৃক কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।

রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস ২৮জুলাই দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে ১৬জন এসএসসি, ৪জন দাখিল, ১৬জন এইচএচসি ও ৪জন আলিম সহ মোট ৪০জন কৃতী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্রে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক (বিদ্যালয়) মোঃ এবাদুল ইসলাম, ঝালকাঠি জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আঃ জব্বার। উপজেলা বিএনপির ও কেওতা ঘিগড়া মাদ্রাসার সভাপতি এ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ সহ কৃতী শিক্ষার্থীদের অভিভাবক, স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সভাপতি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের উৎসাহিত করতেই এই আয়োজন। তারা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও নৈতিকতা অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *