শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

গভীর সমুদ্রে ১৫জেলেসহ নিখোঁজ ট্রলার, উৎকণ্ঠায় স্বজনরা

নিজস্ব প্রতিবেদক।।

পটুয়াখালীর কলাপাড়া থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলার গভীর সমুদ্রে ১৫জন জেলেসহ নিখোঁজ হয়েছে।

২৩জুলাই সকালে লালুয়া ইউনিয়নের বানাতি বাজার এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারটি যাত্রা করে। পরে পাঁচ দিন পেরিয়ে গেলেও ট্রলার বা এর আরোহীদের কোনো সন্ধান মেলেনি।

জানা গেছে, ওই দিন একসঙ্গে ছয়টি মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে রওনা হয়। এর মধ্যে পাঁচটি ট্রলার নিরাপদে ফিরলেও একটি ট্রলারের খোঁজ মিলছে না। নিখোঁজ ট্রলারটির দৈর্ঘ্য আনুমানিক ৪৫ফুট এবং এতে আর্ণি সংযুক্ত ছিল। ট্রলারটির রঙ ছিল নীল।

নিখোঁজ ১৫জেলে হলেন— আব্দুর রশিদ, রাজিব, রাহাত, নজরুল, হাসান, সাগর, হারুন, রফিক, সাগর-২, ইদ্রিস, গিয়াস, হারুন-২, কালাম, ইব্রাহিম ও হাসান-২।

স্থানীয়দের ধারণা, ট্রলারটি হয়তো বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতের জলসীমায় প্রবেশ করেছে অথবা যান্ত্রিক ত্রুটির কারণে সিগন্যাল হারিয়ে গেছে।

নিখোঁজদের পরিবারের সদস্য ও স্বজনরা চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তারা দ্রুত জেলেদের সন্ধান ও উদ্ধারে সরকারের সহায়তা কামনা করেছেন।

এদিকে, স্থানীয় প্রশাসন ও উপকূলীয় বাহিনীর পক্ষ থেকে অনুসন্ধান চালানোর জন্য যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *