নিজস্ব প্রতিবেদক।।
বরগুনার আমতলী উপজেলার ৩নম্বর আঠারো গাছিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ২৬আগস্ট (২০২৪) সকাল ১০টায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন আঠারো গাছিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক হোসেন মৃধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এজেডএম সালেহ ফারুক।
উদ্বোধনী বক্তৃতা করেন আমতলী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন (ভিপি)। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ জহিরুল ইসলাম (জহির), অ্যাডভোকেট খাইরুল ইসলাম, মনিরুজ্জামান হিরু মৃধা, অ্যাডভোকেট গাজী মো. তৌহিদুল ইসলাম, শওকাতুল আলম পান্না মৃধা ও কবির উদ্দিন ফকির।
সম্মেলনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী প্রার্থীতা ঘোষণা করেন। এর মধ্যে ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি পদে প্রার্থী হন বর্তমান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক নেতা দুলাল তালুকদার।
দলীয় শৃঙ্খলা ও অভ্যন্তরীণ ঐক্য রক্ষার্থে স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দের প্রস্তাবে এবং উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে দুলাল তালুকদারকে আঠারো গাছিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
সম্মেলনে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।