বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

দীর্ঘ কর্মবিরতির অবসান, প্রাণ ফিরে পেল আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়

আমতলী প্রতিনিধি : গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া শিক্ষক কর্মবিরতি শেষে আজ (২২ অক্টোবর) পুনরায় শ্রেণিকক্ষে ফিরেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রায় দশ দিন বন্ধ থাকার পর আবারও মুখরিত হয়ে উঠেছে বরগুনা জেলার আমতলী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়।

শিক্ষক কর্মবিরতির কারণে ১২ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানটি সম্পূর্ণ বন্ধ ছিল। আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতিতে আবারও শুরু হয় পাঠদান। দীর্ঘ বিরতির পর প্রিয় বিদ্যালয়ে ফিরে আসায় শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের ঝিলিক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “শিক্ষক আন্দোলনের যৌক্তিক দাবিগুলোর প্রতি সরকার ইতিবাচক ভূমিকা নেওয়ায় আমরা পুনরায় পাঠদান শুরু করেছি। আশা করি, ভবিষ্যতে আর এমন অচলাবস্থা তৈরি হবে না।”

অভিভাবকরাও সন্তানদের বিদ্যালয়ে ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেন, “দীর্ঘ বিরতির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় কিছুটা বিঘ্ন ঘটেছিল, এখন সবাই আগের ছন্দে ফিরবে।”

অন্যদিকে, শিক্ষার্থীরা জানান, “বন্ধ থাকার সময় বিদ্যালয়কে খুব মিস করেছি। আজ আবার বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, ক্লাসে ফিরতে পেরে খুব ভালো লাগছে।”

আন্দোলনের কারণে স্থবির হয়ে পড়া শিক্ষাঙ্গন আবারও প্রাণ ফিরে পাওয়ায় আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ।

আরো পড়ুন

বাবুগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

বাংলাদেশ বাণী ডেক্স ঢাকা থেকে পরিবারসহ বরিশালে বেড়াতে এসে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *