ভূঁইয়া কামাল, মুলাদী প্রতিনিধি।।
বরিশালের মুলাদী উপজেলায় জুলাই ২৪ গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী “২৪ এর রঙে শীর্ষক গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূতিতে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে মুলাদী উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা মুলাদী সরকারী কলেজের দেয়ালে জুলাইয়ের রাজপথে আন্দোলনের বিভিন্ন চিত্র তুলে ধরেছে।
গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: নজরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা আইসিটি অফিসার মো: কাজল মিয়া ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এইচ এম সুমনসহ সাংবাদিকবৃন্দ।
চিত্রাংঙ্কন প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে ৩টি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৩টি প্রতিষ্ঠান ১ম, ২য় এবং ৩য় নির্বাচিত হয়েছে। মাধ্যমিক পর্যায়েঃ মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়, মুলাদী গফুরমল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বাটমারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়েঃ মুলাদী সরকারি কলেজ, নাজিরপুর ইউনাইটেড কলেজ ও ইসলামাবাদ ফাজিল মাদ্রাসা চিত্রাংঙ্কনে বিজয়ী হন।
এই চিত্রাংকনের মাধ্যমে শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের কথা স্মরণ করিয়ে দেয় জাগ্রত জনতাকে বৈষম্যের বিরুদ্ধে ছিল এ আন্দোলন। এ আন্দোলনে ছাত্ররাই জয়ী হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।