বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

জামায়াতের নেতাকর্মীদের ভোটকেন্দ্রে অতন্দ্র প্রহরায় থাকতে হবে-অ্যাড. হেলাল

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন- এবারের নির্বাচনে জামায়াতের নেতাকর্মীদের ভোটকেন্দ্রে অতন্দ্র প্রহরায় থাকতে হবে, কোন অপশক্তি যেন জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি করতে না পারে সেজন্য আমাদেরকেও সচেতন থাকতে হবে।

০২ আগস্ট শনিবার সকালে পটুয়াখালী ৩ সংসদীয় আসনের কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গলাচিপা উপজেলা জামায়াতের আমির মো. জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী ৩ (দশমিনা- গলাচিপা) সংসদীয় আসনের জামায়াত মনোনীত  প্রার্থী অধ্যাপক মো: শাহ আলম, পুটুয়াখালী সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী এ্যাডভোকেট নাজমুল আহসান ও বরিশাল মহানগরী জামায়াতের নায়েবে আমীর প্রফেসর মাহমুদ হোসেন দুলালসহ পটুয়াখালী, গলাচিপা ও দশমিনা জামায়াতে  নেতৃবৃন্দ।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *