শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বাকেরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ মামলায় গ্রেফতার-১

বাকেরগঞ্জ প্রতিনিধি।।

বাকেরগঞ্জে এস.এস.সি পরীক্ষার্থীকে ধর্ষণ মামলায় মাহামুদ হাসান ইমন (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১আগষ্ট) উপজেলার কলসকাঠি ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার স্কুল ছাত্রী  হিরা (ছদ্মনাম) ও ইমন কলসকাঠি গ্রামে বসবাস করতো। হিরা স্কুলে যাওয়ার পথে তাকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত ইমন। হিরা রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হতো।
এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১৩মে হিরার (ছদ্মনাম) বাসায় বাবা মা উপস্থিত না থাকায় ইমন সে সুযোগ নিয়ে হিরার ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে বিবাহের প্রলোভন দেখিয়ে ও বিয়ের কাগজে স্বাক্ষর নিয়ে হিরাকে ধর্ষণ করতে থাকে। বিষয়টি হিরা তার পরিবারকে জানালে ইমন পূর্বে বিয়ে করার কথা অস্বীকার করে ও বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর মা মোসা: আসমা বেগম বাদী হয়ে গত ২৩জুলাই বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে বাকেরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের (বর্তমান ঠিকানা) মৃত জালাল উদ্দীনের ছেলে মাহমুদ হাসান ইমনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৯ এর ( ১) ধারায় (ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ) অপরাধে একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞ আদালত বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জকে (ওসি) মামলাটি এজাহার পূর্বক তদন্তের নির্দেশ দেন।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) সবিতা রানী দাশ বলেন, এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ মামলায় প্রাথমিক তদন্তে মাহমুদ হাসান ইমনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *