বাবুগঞ্জ প্রতিনিধি : বাবুগঞ্জের জামায়াতে উদ্যোগে জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে দোয়া ইয়াতিম দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার দেহেরগতি ইউনিয়নে দারুল উলুম ফোরকানিয়া কওমি মাদ্রাসায় বাদ জুমা এই দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের বরিশাল মহানগরের আমির ও বরিশাল ৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের বরিশাল জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক বাবুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, বাংলাদেশ জামাত ইসলামের বাবুগঞ্জ উপজেলার আমির, জনাব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামের বাবুগঞ্জ উপজেলা কর্মপরিষদ সদস্য ফারুক আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাবুগঞ্জ উপজেলার রহমাতপুর ইউনিয়নের ওলামা বিভাগের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ মোহাম্মদ আলী হোসেন, উপজেলার ব্যবসায়ী বিভাগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান,যুব বিভাগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাহ শিক্ষক মোঃ মাসুদ প্রমুখ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।