শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

গৌরনদীতে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

‎সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৫ই আগস্ট ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দিবস উদযাপন সফল করতে বরিশালের গৌরনদী উপজেলায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২আগস্ট) বিকেল ৪টায় গৌরনদীর আল-আমিন টেকনিক্যাল কলেজ মিলনায়তনে এই সভার আয়োজন করে বিএনপি ও এর সহযোগী ও অঙ্গসংগঠনসমূহ, গৌরনদী উপজেলা শাখা।

‎সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা মহিলা দলের সভাপতি ও পৌরসভার সাবেক কমিশনার হোসনেয়ারা বেবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান মনির।

‎প্রস্তুতি সভায় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য মঞ্জুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, বরিশাল জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিটু তালুকদার, গফুর সরদার, আলাউদ্দিন কমিশনার প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন বরিশাল জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজ।

‎বক্তারা তাদের বক্তব্যে বলেন, “দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। মানুষের বাকস্বাধীনতা, ভোটাধিকার ও ন্যায়বিচারের পথ রুদ্ধ করে একটি কর্তৃত্ববাদী সরকার দেশে ভয়াবহ ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছে।”
‎তারা বলেন, “৫আগস্ট শুধু একটি দিন নয়—এটি হলো স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতীক, যা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে জনগণের সাহস ও ঐক্যের প্রতিধ্বনি।”

‎বক্তাগণ আগামী নির্বাচনের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ দেশব্যাপী যে গণজাগরণ সৃষ্টি করেছে, তা যেন ৫ আগস্টের কর্মসূচিতে আরও বেগবান হয়—এই লক্ষ্যেই আজকের এই প্রস্তুতি সভা।”

‎সভায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বক্তারা কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করার দিকেও গুরুত্ব দেন।

‎আয়োজকরা জানান, ৫ আগস্টের কর্মসূচি সফল করতে ইউনিয়ন, ওয়ার্ড, পৌর ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে পৃথক পৃথক সভা, লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হবে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *